Monday, August 13, 2012

SEO TUTORIAL

সবাই কেমন আছেন, আশা করি ভালোই আছেন ।আপনারা আপনাদের ব্লগের টেমপ্লেটটিকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন আজকে বলবো |
চলুন শুরু করা যাক …

আমরা ব্লগের সৌন্দয এর জন্য অনেক টেমপ্লেট ব্যবহার করি কিন্তু অনেক টেমপ্লেট এ অথবা ডিফল্ট ব্লগের টেমপ্লেট গুলো এসইও ফ্রেন্ডলি করা থাকে না । যার ফলে অনেক এসইও করার সত্ত্বেও সার্চ ইঞ্জিন আমাদের ব্লগগুলি কে পাত্তা দেই না । তাছাড়া টেমপ্লেট গুলো এসইও ফ্রেন্ডলি না থাকলে হাজার এসইও করলেই লাভ অনেক কম তাই অবশ্যই টেমপ্লেটটিকে এসইও ফ্রেন্ডলি করতে হবে । আপনার টেমপ্লেটটি যদি এসইও ফ্রেন্ডলি হয় তাহলে সার্চ ইঞ্জিন তা সহজেই ইনডেক্স করতে পারবে । খুব কঠিন কাজ নয় । একদম ইজি । অনেক ভাবে করা জাই আমি সবচেয়ে সহজভাবে করে দিলাম ।

শুধু নিচের পদ্ধতি অনুসরণ করুণঃ
০১) প্রথমে গুগল ব্লগার এ লগিন করুন ।
০২) লগিন করার পর ডিজাইন ট্যাবে (Design Tab) এ গিয়ে ইডিট এইচটিএমএল (Edit Html) ওপেন করুন । এখন Ctrl + F চেপে এই কোড গুলো বের করুন
 <b:include data=’blog’ name=’all-head-content’/> এই কোড থেকে শুরু করে <b:skin><![CDATA[/* এই কোড পর্যন্ত মাঝখানে যত কোড আছে সব সহ সিলেক্ট করুন।
 <b:include data=’blog’ name=’all-head-content’/>
<title><data:blog.pageTitle/></title>
<b:skin><![CDATA[/*
উপরের সবগুলো কোড সিলেক্ট করুন এবং মাঝখানে অন্য কোন কোড থাকলেও তা সহ সিলেক্ট করুন । নিচের ছবি দেখুন বুঝার জন্য ।



<b:include data='blog' name='all-head-content'/>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content='Write Your Blog Description Here' name='description'/>
<meta content='Write Your Blog Keywords Here' name='keywords'/>
<meta content='index, follow' name='robots'/>
<meta content='Write Your Name Here' name='author'/>
<meta content='Write Your Blog Language Here' name='language'/>
<meta content='Write Your Country Name Here' name='country'/>
</b:if>

<!-- Start www.shopnotuli.blogspot.com: Changing the Blogger Title Tag -->
<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title><data:blog.pageTitle/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> ~ <data:blog.title/></title>
</b:if>
<!-- End www.shopnotuli.blogspot.com: Changing the Blogger Title Tag -->

<link href='Write Your Favicon URL' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/>

<b:skin><![CDATA[/*

যা যা পরিবর্তন করতে হবেঃ
এখন ‘Write Your Blog Description Here’ এই ” ভেতর আপনার ব্লগের Description লিখুন এক কথায় সারাংশ লিখুন । আপনার ব্লগের সম্পর্কে এখানে লিখুন বেশি বড় করবেন না ১৫০-২০০ শব্দের মধ্য লিখুন ।
এখন ‘Write Your Blog Keywords Here’ এই ” ভেতর আপনার ব্লগের কীওাড (Keyword) কমা দিয়ে লেখুন । Description আর Keywords নিয়ে কোন কথা বললাম না কারন এর আগে অনেক পোস্ট হয়েছে এই বিষয় নিয়ে ।
এখন ‘Write Your Name Here’ এখানে আপনার নাম লিখুন মানে সাইট এর মালিকের নাম
এখন ‘Write Your Blog Language Here’ এখানে আপনার সাইট এর ভাষা লেখুন সর্ট করে মানে EN
এখন ‘Write Your Country Name Here’ এখানে আপনার দেশের নাম লিখুন সর্ট করে মানে BD
এখন ‘Write Your Favicon URL’ এখানে আপনার ফেবিকন এর লিংক লিখে দিবেন । কোন ওয়েবসাইট ওপেন করলে দেখবেন  ব্রাউজার এর উপরে বামপাশে একধরনের লোগো এগুলাই হচ্ছে ফেবিকন ।
<meta content=’index, follow’ name=’robots’/> এই কোড টুকুর মানে হচ্ছে ইনডেক্স থাকলে সার্চ ইঞ্জিন আপনারা সাইট কে ইনডেক্স করবে আর যদি noindex, nofollow থাকে তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইট কে ইনডেক্স করবে না ।
প্রথম অবস্থাই এটিকে noindex, nofollow করে রাখা উচিত, এরপর কিছু ভালমানের পোস্ট দিয়ে, কিছু ভালো ব্যাকলিংক নিয়ে তারপর index, follow করলে অনেক ভালো ফলাফল পাওয়া যাই তাই এটিকে প্রথম অবস্থাই
<meta content=’noindex, nofollow’ name=’robots’/> করে রাখা ভালো ।