Sunday, September 23, 2012

রেটিং গেজেট যুক্ত করুন আপনার ব্লগে


আপনি সব সময় চাইবেন আপনার ব্লগটি সুন্দর হোক এবং যাতে সবাই ভিজিট করে। আসলে একটি ব্লগ যদি সুন্দর ভাল মানের ডিজাইন করা হয় এবং এতে যদি কিছু মান সম্পন্ন পোষ্ট থাকে তবে আপনার ব্লগ ভিজিট হবেই। তাই আমি আপনাদের আজকে একটা সুন্দর এবং দরকারী বিষয় দেখাবো যা ব্লগের সৌন্দয্য বৃদ্ধি করবে।

তাহলে শুরু করি :

  1. প্রথমেই আপনার ব্লগ অনেপ করুন  ব্লগারে  লগইন করে।
  2. এইটার নতুন ব্লগ ইন্টারফেইস আপডেট হয়েছে সেই রকম ভাবেই করুন।
  3. তারপর “Expand Widget Templates”  ঠিক মার্ক দিন।
  4. এইবার খুজুন <data:post.body/>
  5. একটা কথা যা খুবেই দরকারী আপনার ব্লগে <data:post.body/> এই ওয়ার্ড ২-৩ বার থাকতে পারে আপনি নিজে বুঝে সঠিকটির নিচে পেষ্ট করুন এবং প্রিভিও দেখে নিন। আর যদি কোন কারণে মিস হয়ে যায় তবে কোন সমস্যা নাই । পরে পরিবতর্ন করলেই চলবে।
  6. এখন <data:post.body/> এর উপরে ঠিক নিচের কোডগুলো পেষ্ট করুন
  7. <b:if cond=’data:blog.pageType == &quot;item&quot;’><div class=’js-kit-rating’ expr:path=’data:post.url’ expr:permalink=’data:post.url’ expr:title=’data:post.title’ view=’score’>
    </div>
    </b:if>
  8. আশা করি সঠিক ভাবে করতে পেরেছেন। টেমপ্লেট সেইভ করবেন না। এইবার </body> খুজুনঁ এবং  </body> এর উপরে নিচের কোড গুলো পেষ্ট করুন।
  9. <script src=”http://js-kit.com/ratings.js”></script>
  10. ব্যাস কাজ শেষ এবং  টেমপ্লেট সেইভ করুন।