Showing posts with label Tutorial. Show all posts
Showing posts with label Tutorial. Show all posts

Sunday, October 7, 2012

Do you want to Twitter Bird add on your Blog

Twitter Bird
Twitter Bird
Do you want to Twitter Bird add on your Blog
Go to "Design"
Go to "EDIT HTML" option
Press "Ctrl+F" 
Search </body>
Then paste below code before </body>

Sunday, September 23, 2012

রেটিং গেজেট যুক্ত করুন আপনার ব্লগে


আপনি সব সময় চাইবেন আপনার ব্লগটি সুন্দর হোক এবং যাতে সবাই ভিজিট করে। আসলে একটি ব্লগ যদি সুন্দর ভাল মানের ডিজাইন করা হয় এবং এতে যদি কিছু মান সম্পন্ন পোষ্ট থাকে তবে আপনার ব্লগ ভিজিট হবেই। তাই আমি আপনাদের আজকে একটা সুন্দর এবং দরকারী বিষয় দেখাবো যা ব্লগের সৌন্দয্য বৃদ্ধি করবে।

তাহলে শুরু করি :

  1. প্রথমেই আপনার ব্লগ অনেপ করুন  ব্লগারে  লগইন করে।
  2. এইটার নতুন ব্লগ ইন্টারফেইস আপডেট হয়েছে সেই রকম ভাবেই করুন।
  3. তারপর “Expand Widget Templates”  ঠিক মার্ক দিন।

সার্চ ইঞ্জিনের প্রাথমিক ধারণা : পর্ব ১

SEO (Search engine optimization) বা সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন  নিয়ে এর আগে ও টিপিতে আমাদের SEO গুরু আলসে দুপুর ভাই  টিউন করেছেন । তার টিউন গুলো দেখতে এখানে ক্লিক করুন ।  SEO সমন্দে যতটুকু আমি জানি তা আপনাদের সাথে শেয়ার করবো ।

সার্চ ইঞ্জিনে কী  : ইন্টারনেটে যখন কোন কিছু  জানার চেষ্টা করি তখন আমরা সরাসরি কাউকে জিজ্ঞেস না করে সরাসরি গুগল ইউজ করি । এমন অনেক বিয়ষ আছে যেটা আমার আশে পাশের অনেকেই জানে না । আর তা জানার উৎস হলো সার্চ ইঞ্জিন ( search engine ) । অনেক গুলো  সার্চ ইঞ্জিন ( search engine ) সাইট আছে যেমন : গুগল (google), ইয়াহু (yahoo),বিং( bing) ইত্যাদি । এই সব সাইটে আপনি একটি শব্দ বা ফেস সার্চ বক্সে লিখে সার্চ বাটনে ক্লিক করলে , কয়েক সেকেন্ড এর মধ্যে কত গুলো পেজ দেখায় । এর পর ওই লিংকে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাই । 

আপনার ব্লগে যুক্ত করুন ফেসবুক পপ আউট লাইক বক্স

আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগে ফেসবুক পপ আউট লাইক বক্স যুক্ত করতে হয়।
ধাপ ১) প্রথমে আপনার ব্লগে jquey javascript plugin যুক্ত করুন।(আগে যুক্ত করা থাকলে দরকার নেই)
ক. ব্লগারে যান।
খ. টেম্পলেটে গিয়ে HTML সম্পাদনা পাতা খুলুন।
গ. এবার </head> সার্চ ( ctrl+f ) করে তার আগে নিচের কোডটি পেস্ট করুন।

Monday, August 13, 2012

SEO TUTORIAL

সবাই কেমন আছেন, আশা করি ভালোই আছেন ।আপনারা আপনাদের ব্লগের টেমপ্লেটটিকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন আজকে বলবো |
চলুন শুরু করা যাক …

আমরা ব্লগের সৌন্দয এর জন্য অনেক টেমপ্লেট ব্যবহার করি কিন্তু অনেক টেমপ্লেট এ অথবা ডিফল্ট ব্লগের টেমপ্লেট গুলো এসইও ফ্রেন্ডলি করা থাকে না । যার ফলে অনেক এসইও করার সত্ত্বেও সার্চ ইঞ্জিন আমাদের ব্লগগুলি কে পাত্তা দেই না । তাছাড়া টেমপ্লেট গুলো এসইও ফ্রেন্ডলি না থাকলে হাজার এসইও করলেই লাভ অনেক কম তাই অবশ্যই টেমপ্লেটটিকে এসইও ফ্রেন্ডলি করতে হবে । আপনার টেমপ্লেটটি যদি এসইও ফ্রেন্ডলি হয় তাহলে সার্চ ইঞ্জিন তা সহজেই ইনডেক্স করতে পারবে । খুব কঠিন কাজ নয় । একদম ইজি । অনেক ভাবে করা জাই আমি সবচেয়ে সহজভাবে করে দিলাম ।

Wednesday, January 25, 2012

এডসেন্স নেই তাতে কি!! এর বিকল্প তো রয়েছে

সবাইকে সালাম আর শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। আজ আর অযথা কথা না বলে আমি আমার আজকের লেখা উপস্থাপন করছি-
আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাছে একটা প্রশ্ন খুব বেশি আসে সেটা হল “ভাই কিভাবে এডসেন্স এর একাউন্ট পেতে পারি?”
আমার কথা হল এডসেন্স-ই কি সব? আমি জানি এবং স্বীকার-ও করি এড কোম্পানি গুলোর ভিতর এডসেন্স-ই সেরা। কিন্তু কথা হল এডসেন্স পান নি বলে কি আপনি আপনার ব্লগিং থেকে পিছিয়ে পড়বেন বা ছেড়ে দিবেন? আমি বলব না, আপনারা হয়তবা যানেন অনেক ভাল ভাল ওয়েব সাইট আছে যারা নাকি এডসেন্স ইউজ করেনা। তারা এডসেন্স এর বিকল্প বিভিন্ন কোম্পানির এডস্‌ ইউজ করে।