Saturday, January 19, 2013

আপনার ব্লগ এ Recent post যোগ করুন Thumbnail view সহ

আপনার যদি একটি অধিক পোষ্টের ব্লগ থাকে এবং আপনি যদি চান সেই ব্লগথেকে আপনার ব্লগের ভিজিটররা যেন সহজেই রিসেন্টলি করা পোষ্টগুলি খুবসহজে খুজেপাক সার্চকরার ঝামেলা বা অন্য
কোন প্রকার সমস্যা ছারা, তাহলে আপনার ব্লগের জন্য দরকার এই রিসেন্ট পোষ্টস্ গেজেট-টি। এই গেজেট-টি আপনার ব্লগের সাইডবারে html/JavaScript widget দ্বারা স্থাপন করার পর রিসেন্টলি পোষ্টগুলির সাথে আপনি একটি ছোট ইমেজ থাম্বনিল দেখতে পারবেন। এছারাও পোষ্টের টাইটেল, সামারি, পোষ্টে সর্বমোট মন্তব্যের সংক্ষা, পোষ্টের তারিখ ইত্যাদিও দেখতে পারবেন। প্রিভিউ দেখতে এখানে ক্লিক করুন কি ভাবে আপনার ব্লগে থাম্বনিলস্ সহ রিসেন্ট পোষ্টস্ গেজেট যুক্ত করবেন? এই উইডগেটটি আপনার ব্লগে যুক্ত করতে নিচের খুব সহজ-সরল ধাপগুলি অনুসরন করুন। ধাপ ১। ব্লগে লগিন করুন এবং ড্রাসবোর্ড থেকে Layout অপশন নির্বাচন করুন। ধাপ ২। "Add a Gadget" লিংকে ক্লিক করুন। ধাপ ৩। পপ-আপ উইনডো থেকে HTML/JavaScript নির্বাচন করুন। ধাপ ৪। নিচের কোডগুলি কপি করুন এবং পেষ্ট করুন। রিসেন্ট পোষ্টস্ গেজেট কোড কাষ্টোমাইজ করুন: • http://www.shopnotuli.blogspot.com এর স্থানে আপনার ব্লগের ঠিকান দিন। • numposts = 5 এর 5 লেখাটির স্থানে আপনি যে কয়টি পোষ্ট দেখতেচান তা লিখে দিন।উদাহরন : numposts = 10 • numchars = 100 এর 100 লেখাটির স্থানে আপনি পোষ্টের সামারিতে যে কয়টি অক্ষর দেখতেচান তা লিখে দিন।উদাহরন : numposts = 50 • কোন ফিচার বন্ধ বা চালু করতে true এবং false লেখা স্থাপন বা পরিবর্তন করুন।